Tuesday, 12 November 2024

ABMSI. GON. CON.

 A

উঠতে-উঠতে দড়াম করে মাথার ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণকে ছিটকে দেয় মহাশূন্যে। প্রাণকণা তখন মহাজাগতিক তরঙ্গের অংশ হয়ে দুলতে থাকে। ব্রহ্মাণ্ড জুড়ে বইতে থাকে। পড়ে এতটাই আচ্ছন্ন হয়ে গিয়েছিল বর্ণদীপ, মনে হয়েছিল এমন সঙ্গীতমুখর মহানন্দময় মৃত্যুর স্বাদ গ্রহণ করলে কেমন হয়! মৃত্যুভয় পুরোপুরি কেটে গিয়েছিল তার। সে মৃত্যুর প্রেমেই পড়ে গিয়েছিল।‌ মরণ রে, তুঁহু মম শ্যাম সমান।

No comments: