Saturday, 30 November 2024

Restful sleep and peaceful Dth

 A

PDA

I didn’t write anything yesterday, and struggled to the day before. Some days are like that. Fruitless, bleak, and annoyingly so. The demand has been much too high. When I started this book (this time around) I told myself that I would produce no less than a chapter per day, and as a result I have now ended up shying away from the very goal I originally set out to achieve. I should know better really. I often say to myself: ‘Just do it when it feels right’; a sound, simple and, granted, trite bit of advice that hasn’t failed me thus far. So what went wrong here then?

A

 আজ বাড়ি থেকে বের হতেই কয়েক গ্রাম দেরি হয়ে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে ষ্টেশনে পৌঁছে দেখি ট্রেনও প্রায় দশ পাউন্ড মতো লেট আছে। প্লাটফর্মে লিটার লিটার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। সকাল থেকে আর বৃষ্টি হয়নি, রোদ উঠেছে। বেশ গরম লাগছিলো। টেম্পারেচার তাও তিরিশ বত্রিশ ঘন্টা মতো হবে হয়তো। অবশেষে ট্রেন এলো, উঠে পড়লাম। নতুন অ্যাপ ইনস্টল করেছি ফোনে। তাতে ট্রেনের স্পীড দেখলাম 60 অ্যাম্পিয়ার/ লুমেন। হাওড়া ঢোকার মুখে কারশেডে বেশ কয়েক কিলো জল জমে আছে। অফিস মোটামুটি ঠিক সময়েই পৌঁছলাম। ওখানে গিয়ে আবার দেখি এক কলিগ বাড়ির বাগানের পেয়ারা এনেছে প্রায় দশবারো ফারেনহাইট মতো। কেটে খাওয়া হলো। একটু চা খেতে হবে। ঠান্ডা লেগে আছে। কাল রাতে জ্বর এসেছিল। থার্মোমিটারে টেম্পারেচার দেখেছিলাম একশো ভোল্ট।

#collected

A

No comments: