গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৬৯০, কমল দৈনিক সংক্রমণের হার

নতুন করে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত সর্বোচ্চ ধাপ ছুঁয়ে ফেলল রাজ্য। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯০ জন। তার জেরে এ রাজ্যে এখন মোট করোনা আক্রান্ত ৩৬ হাজার ১১৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৩।
কলকাতায় করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা বাড়ছে। বুধবার কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৪২৫ জন। এ দিন তা খানিকটা বেড়ে হয়েছে ৪৯৬। রাজ্যে গত ২৪ ঘণ্টায় যে ২৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ১২ জন কলকাতার।
কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪০৩, দক্ষিণ ২৪ পরগনায় ১৪৬, হাওড়ায় ১৮৩, হুগলিতে ৮১, পূর্ব মেদিনীপুরে ৩৯ এবং পশ্চিম বর্ধমানে ৩১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ৭৮, মালদহে ৬৯ এবং জলপাইগুড়িতে ৪০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
No comments:
Post a Comment