Tuesday, 16 September 2025

C Columbus

 স্পেনের ইউনিভার্সিটি অফ গ্রানাডার বিজ্ঞানী তথা ফরেন্সিক বিশেষজ্ঞ অ্যান্টোনিয়ো লরেন্টের নেতৃত্বাধীন একটি দল সম্প্রতি দাবি করেছে, আমেরিকার ‘আবিষ্কর্তা’ কলম্বাস আদৌ ইটালীয় বংশোদ্ভূত নন। বরং তিনি জন্মেছিলেন স্পেনে, কোনও ইহুদি বংশে। কয়েক দশক ধরে গবেষণা করে তাঁরা এই ফল পেয়েছেন বলে দাবি লরেন্টের।

No comments: